বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ যেন নীরব এক সঙ্গী হয়ে গেছে ব্যস্ত জীবনে। অনিয়মিত খাদ্যাভ্যাসে বা মানসিক দুশ্চিন্তায় ভরা বাস্তবতায় অনেকেই না বুঝেই এই সমস্যার সঙ্গে বসবাস করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সমাধান হিসেবে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়া শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ড. জ্যাক উলফসন বলছেন, এখানেই রয়েছে বড় ভুল। তার মতে, উচ্চ রক্তচাপ আসল সমস্যা নয়, এটি শরীরের একটি সতর্কবার্তা মাত্র।
উচ্চ রক্তচাপের পেছনের আসল কারণ জানালেন কার্ডিওলজিস্ট
উচ্চ রক্তচাপ যেন নীরব এক সঙ্গী হয়ে গেছে ব্যস্ত জীবনে। অনিয়মিত খাদ্যাভ্যাসে বা মানসিক দুশ্চিন্তায় ভরা বাস্তবতায় অনেকেই না বুঝেই এই সমস্যার সঙ্গে বসবাস করছেন। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ যেন নীরব এক সঙ্গী হয়ে গেছে ব্যস্ত জীবনে। অনিয়মিত খাদ্যাভ্যাসে বা মানসিক দুশ্চিন্তায় ভরা বাস্তবতায় অনেকেই না বুঝেই এই সমস্যার সঙ্গে বসবাস করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সমাধান হিসেবে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়া শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ড. জ্যাক উলফসন বলছেন, এখানেই রয়েছে বড় ভুল। তার মতে, উচ্চ রক্তচাপ আসল সমস্যা নয়, এটি শরীরের একটি সতর্কবার্তা মাত্র।
অ্যারিজোনাভিত্তিক এই হৃদরোগ বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিওতে দাবি করেছেন, কেবল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ওষুধ খেলে হৃদ্রোগ, স্ট্রোক বা মৃত্যুঝুঁকি কমে না। বরং এতে মূল সমস্যাটি আড়ালেই থেকে যায়। ড. উলফসনের ভাষায়, রক্তচাপের ওষুধ উচ্চ রক্তচাপের মূল কারণকে স্পর্শই করে না। ফলে ওষুধ খেয়ে রিডিং কমলেও হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি একই থেকে যেতে পারে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনার পায়ে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করলে আপনি ব্যথানাশক চাইবেন না, বরং বলবেন হাতুড়ি মারা বন্ধ করতে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও ঠিক সেটাই হওয়া উচিত কারণ বন্ধ করতে হবে, শুধু উপসর্গ ঢাকলে হবে না। তার মতে, দীর্ঘদিন ধরে কেবল সংখ্যার পেছনে ছোটা মানে আসল বিপদের দিকটি উপেক্ষা করা।
পড়ুন: চবিতে ভর্তি পরীক্ষায় ১ সিটে
দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


