শেরপুরের ঝিনাইগাতি ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয়
চোরাই পন্য জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি -৩৯ (ব্যাটালিয়ন) সদস্যরা।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে হালুয়াঘাটের চায়না মোড় ও ঝিনাইগাতির গোমরা সীমান্ত এবং ঝাটাপাড়া সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযানে এসব জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবাীরা।বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলীদগ্রাম বিজিবির টহলরত সদস্যরা গোমরা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। বান্দরকাটা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ঝাটাপাড়া এবং চায়না মোড় সীমান্ত থেকে ৩৪০ পিস মোবাইলের ডিসপ্লে এবং ৭টি ভারতীয় কম্বল জব্দ করে।জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ২৫ লক্ষ ৭৯ হাজার ৫ শত টাকা।
৩৯ বিজিবি জানায়,মাদক,চোরাচালান ও যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে তারা দিন রাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ
দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


