১৩ দিনের পরিশ্রমে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম ইন্দ্রসিংপাড়া, শুকনাছড়ি, পাংকুপাড়া ও হাতিছড়া গ্রামের ৪ শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে সেনাবাহিনী।
লক্ষ্মীছড়ির ইন্দ্রসিংপাড়ায় ২৪ পদাতিক ডিভিশন ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বাস্তবায়িত পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গুইমারা রামেসু বাজার সহ পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র সন্ত্রাসী কার্যক্রম বিরোধী অভিযান শুরু হলে দূর্গম গ্রামে পানি সংকটের বিষয়টি নজরে আসে। পরবর্তীতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র তত্ত্বাবধানে ২০ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৬ শ ফুট উপরের কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক উৎস থেকে ৭ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৪ গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। এতে করে প্রায় ২ হাজার মানুষ সুপেয় পানির আওতায় এসেছে।
সেনাবাহিনীর এমন উদ্যোগের প্রশংসা করছেন জনপ্রতিনিধি ও উপকারভোগী গ্রামবাসী।
পড়ুন- হাড় কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রায় ৭.৫ ডিগ্রি


