কানপুরে সকাল থেকে বৃষ্টি না থাকলেও প্রায় দুইদিন কাভারে মাঠ ঢাকা থাকায় খেলার উপযোগী করতে বেশ সময় পেরিয়ে যাচ্ছে। তাই আজ (রোববার) সকালে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো বল মাঠে গড়ায়নি।
সাধারণত খেলা নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হলে প্রথম সেশন চলতো বেলা ১২টা পর্যন্ত। কিন্তু সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হতে পারেননি।
কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি না থাকলেও প্রায় দুইদিন কাভারে মাঠ ঢাকা থাকায় খেলার উপযোগী করতে বেশ সময় পেরিয়ে যাচ্ছে। যদিও মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত। আম্পায়ার মাঠ পর্যবেক্ষণের কাছাকাছি সময়ে পিচ রিপোর্ট দেন দুই ধারাভাষ্যকার আতহার আলি খান ও মুরালি কার্তিক। সেখানে তারা জানিয়েছেন, বোলারদের রান-আপের জায়গাসহ মিড-অফ ও মিড-অনের কিছু জায়গা এখনও পুরোপুরি শুকায়নি। এ ছাড়া পিচেও আদ্রতা আছে বেশ, যা স্বাভাবিকভাবেই পেস বোলারদের সহায়তা করবে।
এর আগে শনিবার কানপুর টেস্টের দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছিল। প্রথমদিনও বৃষ্টির কারণে খেলা একঘণ্টা দেরিতে শুরু হয়, এরপর এক সেশনেরও কিছুটা বেশি সময়ে খেলা হয় ৩৫ ওভার। যেখানে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।