ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানার একটি মেশিন চালু থাকা অবস্থায় বিদ্যুতের মিটারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানা, গোডাউন ও পাশের দুটি মুদি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. রুবেল মিয়া বলেন, ‘দরুইন এলাকায় আমার একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ মিটারে আগুন ধরে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সব জায়গায়। অনেক কষ্টে গড়ে তোলা সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।’
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পড়ুন- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ ফটকে দর্শনার্থীদের ভোগান্তি ; গৃহস্থালি পন্যে ঝুঁকছে ক্রেতা


