এক যুগেরও বেশি সময় পর দেশে ফিরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করা রিয়া ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকতেই হঠাৎ বিনোদন অঙ্গন ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি পরিবার নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।
সম্প্রতি দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন রিয়া। সেখান থেকে গত ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর গত সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে রিয়াকে ঘিরে আয়োজন করা হয় বিশেষ আড্ডার। এতে অংশ নেন রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান।
আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা গণমাধ্যমকে বলেন, রিয়া এখন আর বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে যুক্ত নন। পরিবার নিয়ে নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। আমরা যারা তার কাছের মানুষ, সবাই এই সিদ্ধান্তকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে একটি আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই এই মিলনমেলা।
তিনি আরও জানান, চলতি সপ্তাহের মধ্যেই পরিবার নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ফারজানা রিয়া চৌধুরী।
উল্লেখ্য, ফারজানা রিয়া চৌধুরী ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন, তবে সেই সংসার বেশিদিন টেকেনি। পরে ২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার বিয়ের পর থেকেই অভিনয় ও মডেলিং থেকে নিজেকে আড়াল করে পারিবারিক জীবনেই মনোযোগ দেন এই জনপ্রিয় মডেল।
পড়ুন: জকসু নির্বাচন: ফলাফলে এগিয়ে ছাত্র
দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইম/


