আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম চালানো হয়েছে।
বুধবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভান বহরের এ ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম চালানো হয়েছে।
বুধবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভান বহরের এ ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ কার্যক্রম পরিচালিত হয়।ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্র দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেস্টুন ও বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ সর্বস্তরের ভোটাররা উপস্থিত ছিলেন ।
পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি
দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইম/


