দিনাজপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আমরা’ সংস্থার আয়োজনে অসহায় প্রবীণ শীতার্ত নারী পুরুষের মাঝে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
‘আমরা’ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ্যাডঃ মোঃ রাশেদুল ইসলাম মানিক ও সমাজসেবক মোঃ শফিক।
বক্তারা বলেন, এবারের প্রচণ্ড শীতে মানুষের জীবন কাহিল। বিশেষ করে প্রবীণ মানুষদের জীবন যাপন করা র্দুবিসহ হয়ে উঠেছে। ‘আমরা’ সংগঠন প্রতিবছর এইসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে আসছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।
সভাপতির বক্তব্যে আল মামুন বিপ্লব বলেন এইসব এলাকার মানুষদের শীত নিবারণ এর জন্য প্রতিবছর ‘আমরা’ সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরন করে আসছি। আমরা মনে করি এই সমস্ত মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের পরিচর্যা করাই ‘আমরা’ সংগঠনের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।


