সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে সিরাজগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের দায়ে ভাই ভাই আমের আড়ৎকে ৩০ হাজার টাকা, স্বরন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মানিক দত্ত গুড় ভান্ডারকে ৩ হাজার টাকা, জলিল হোটেলকে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং ফুড কেয়ার প্লাস রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মোট ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন- কালীগঞ্জে ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানায় অভিযোগ
দেখুন- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অ/স্ত্র ও বো/মা উদ্ধার


