বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যে নির্বাচনী সমোঝোতা বা জোট কেন্দ্রীক পথচলা এটা শুধু এ নির্বাচনকে সামনে রেখে নয়। সবার আগে এ ভুল বুঝাবুঝির অবসান হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে দলটির স্থানীয় নির্বাহী কমিটির সাথে মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দলটির শীর্ষ স্থানীয় পর্যায়ের এ নেতা বলেন, বিএনপির সাথে আমাদের পথ চলা ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পদার্পন করেছে। আমরা একসঙ্গে ২০০১ সাল থেকে পথ চলছি । সুতরাং এ দীর্ঘমেয়াদি সম্পর্কটাকে যারা অবমূল্যায়ন(আন্ডারস্টিমেট) করে, যারা তুচ্ছতাচ্ছিল্য করে আমি মনে করি তারা রাজনীতি বুঝেন না, রাজনীতির ব্যকরন তারা জানেন না।
তিনি বলেন, আপনারা জানেন ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র, গতিপথ সবকিছু আপনাদের সামনে আছে। কোনদিন কোন বিএনপির কেন্দ্রীয় কোন নেতা আমাদের বুদ্ধি শিখিয়ে দেননি। আমরাও তাদের কাছে কোন পরামর্শ চাইনি। কিন্তু কাকতালীয়ভাবে প্রত্যেকটা ইস্যুতে এক ও অভিন্ন সিদ্ধান্ত উভয় প্লাটফর্ম থেকে জাতির কাছে এসেছে।
তিনি আরও বলেন, আমরা ভেসে আসিনাই। আমাদের অতিত ইতিহাস দেখুন আমাদের ভিত্তি খুব মজবুত। বড় দলের সাথে আমরা নিজের তুলনা করতে চাইনা। আমরা সঠিক পথে পরিচালিত হচ্ছি। কারো আগ্রাসন থেকে মুক্ত হয়ে আরেকটি অপশক্তির কোলে উঠবার জন্য তো আমরা অভ্যুত্থান ঘটাই নাই। বাংলাদেশ চলবে তার কক্ষপথে।
এসময় তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে সতর্কতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং একে অপরকে সহায়তার আহ্বান জানান।
একইমঞ্চে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি মাওলানা খলিলুল্লাহ সাহেবের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন- নোয়াখালীতে ১৭ মাস পর কবর থেকে তরুণের লাশ উত্তোলন
দেখুন- হাদি হ/ত্যা/য় ওয়ার্ড কাউন্সিলরের সম্পৃক্ততা ‘অস্বীকার’ ইনকিলাব মঞ্চে


