জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শরিফুল ইসলাম আকাশ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবর এই পদত্যাগপত্র পাঠান তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, শরিফুল ইসলাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে জাতীয় ছাত্র-শক্তি গাইবান্ধা জেলার অন্যতম মূল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের প্রতি আন্তরিকতা ও আদর্শিক অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করছেন। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরীণ পরিবেশে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তা তাঁর ব্যক্তিগত নীতি, গণতান্ত্রিক বিশ্বাস ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অগণতান্ত্রিক সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। সেখানে যাকে আহবায়ক হিসেবে রাখা হয়েছে মূলত তিনি কখনোই জাতীয় ছাত্রশক্তির সাথে সম্পৃক্ত ছিলেন না এবং তার ছাত্রত্বই নেই।
তাই কেন্দ্রীয় কমিটির এমন হঠকারী সিদ্ধান্ত সংগঠন পরিপন্থী এবং এই কমিটিকে প্রাধান্য দিয়ে গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া তার পক্ষে কখনোই সম্ভব নয়। এসব কারণে আহ্বায়ক কমিটিতে অর্থ বিনিময় হয়েছে কিনা তদন্ত এবং যোগ্যতা সততা ও পরিশ্রম এবং ত্যাগী নেতার মূল্যায়ন করে কমিটি সংশোধন করার জন্য সংগঠনের কাছে তিনি দাবি জানান।
পড়ুন : http://গাইবান্ধায় গণভোট- নির্বাচনের বার্তা পৌঁছে দিতে ‘ভোটের গাড়ি’, উৎসুক জনতার ভিড়


