১৪/০১/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে চাঞ্চল্যকর বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার ত্রিদিব চক্রবর্তী আটক

যশোরে চাঞ্চল্যকর বিএনপি নেতা আলমগীর হোসেনকে চলন্ত মোটরসাইকেলে মাথায় গুলি করে হত্যার মূল শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার সন্ধ্যায় ডিবির এসআই অলক কুমার পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল শহরের বেজপাড়া মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। ত্রিদিব চক্রবর্তী মিশুক বেজপাড়ার চিরুনি কল এলাকার মালতী চক্রবর্তীর ছেলে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে ত্রিদিব চক্রবর্তী মিশুক কে আদালতে সোপর্দ করা হলে সে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

ডিবির এসআই অলক কুমার দে (পিপিএম) জানান, গত ৩ জানুয়ারি শহরের শংকরপুর এলাকায় প্রকাশ্যে বিএনপি নেতা আলমগীর হোসেন কে গুলি করে হত্যা করে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটার পর ডিবির পুলিশের একটি টিম ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে হত্যাকারীদের শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সন্ধায় শহরের শংকরপুরে নিজ এলাকায় প্রকাশ্যে বিএনপি নেতা আলমগীর হোসেন কে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে নিহতের জামাই পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে বিএনপি নেতা হত্যাকাণ্ড: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন