গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গোডাউনের আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে আরিফ মুন্সির ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়৷ পরে তা আশেপাশে থাকা
আরও প্রায় দশ থেকে ১২ টি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়৷ পরে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে৷
পরে আগুনের তিব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান,খবর পেয়ে আমাদের ৬ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

