বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভারত যে অনিরাপদ দেশ– তা প্রমাণসহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইল করে জানিয়েছে বিসিবি। গতকাল অফিস সময়ে আইসিসিকে মেইল করা হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এই চিঠিতেও ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে নিরাপত্তা কারণ দেখিয়ে। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান জানান, বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার হুমকির বাস্তব প্রমাণ হিসেবে ভারত ছাড়াও বিভিন্ন দেশে প্রকাশিত টিভি, ইউটিউব এবং পত্রিকায় প্রকাশিত খবরের ১০০টির মতো লিঙ্ক সংযোজন করে ইমেইল করা হয়েছে।
চিঠিতে কী লেখা হয়েছে– জানতে চাওয়া হলে এই আইনজীবী সমকালকে বলেন, ‘আমরা ব্যাখ্যা করে দিয়েছি, বিসিসিআই যেখানে নিজেই নিরাপত্তা হুমকি উপলব্ধি করে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কোনোভাবে বাংলাদেশের বিশ্বকাপ দল নিরাপদ না। বিসিসিআই নিজেরা ভয় পেলে বিসিবির বেশি ভীত হওয়া স্বাভাবিক। আমরা যুক্তি এবং প্রমাণ হিসেবে দেখাতে চেষ্টা করেছি, একজন খেলোয়াড় যেখানে অনিরাপদ, সেখানে ১৫ জন ক্রিকেটার, দেশি-বিদেশি কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, সাংবাদিক, সমর্থক, স্পন্সর অফিসিয়ালরা ভারতের মাটিতে কোনোভাবে নিরাপদ না।’
ব্যারিস্টার মাহিন জানান, আইসিসি, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো আইনে ক্রিকেটারদের নিরাপত্তা বা জানমালের হেফাজতের দায়িত্ব রাষ্ট্রের। এ কারণে অনিরাপদ ভেন্যু ভারতে খেলতে যেতে পারি না। আমরা বিশ্বকাপ খেলতে চাই অন্য ভেন্যুতে, ভারতে না। শ্রীলঙ্কা ভেন্যু থেকে একটি গ্রুপকে ভারতে নিয়ে এসে সেখানে বাংলাদেশের ‘সি’ গ্রুপের খেলা দেওয়ার সুযোগ আছে। চিঠিতে এটাই বুঝিয়েছি।
বাংলাদেশি খেলোয়াড়, অফিসিয়াল এবং সাংবাদিকরা যে ভারতে অনিরাপদ, জীবননাশের বাস্তব হুমকি আছে– তার প্রমাণও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান ব্যারিস্টার মাহিন, ‘ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা প্রকাশ্যে যে হুমকি দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটারদের, সেই নিউজের ১০০টির মতো লিঙ্ক দিয়েছি। প্রকৃত হুমকির বিষয়টি প্রমাণসহ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের রাজনীতিক থেকে শুরু করে ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন। বিসিসিআই কিন্তু দুটি শব্দ ব্যবহার করেছে– রিসেন্ট ডেভেলপমেন্ট। রিসেন্ট ডেভেলপমেন্ট বলতে তারা নিরাপত্তা হুমকিকে বুঝিয়েছেন।’
বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অজুহাতে ভারতের রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতারা প্রকাশ্যে মুস্তাফিজুর রহমানকে হুমকি দিয়েছিলেন। হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম টাইগার পেসারকে হুমকি দেন। সংবাদ সংস্থা এএনআইকে সঞ্জয় নিরুপম বলেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, তাদের কেউ এলে সে আক্রোশের শিকার হবেন।’
গত শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা হুমকিকে সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসিকে ৪ জানুয়ারি ইমেইল করে বিসিবি।
পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা, ৫ শিশুসহ নিহত অন্তত ১৫
দেখুন: তারেক রহমানের কাছে কী চাইবে শহীদ আবু সাঈদের পরিবার |
ইম/


