কুষ্টিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘন্টা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে। পরীক্ষা কেন্দ্র আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় এই আদেশ দেওয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জাহাঙ্গীর আলম নাগরিক টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,১৪৪ ধারার আওতায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, লাঠি, অস্ত্র বহন, ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকবে। এছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কুষ্টিয়ায় ১৬টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পড়ুন- মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,নৌ সদস্যসহ নিহত ৩


