নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গুলিভর্তি রাইফেল-পিস্তল, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন।
শুক্রবার ৯ জানুয়ারি ভোর তিনটার দিকে উপজেলার কর্ণগোফ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপাল এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে ফাহিম ভুইয়া (৩৫), স্বপন সোহেলের ছেলে নাহিদ (১৭), খুলনা জেলার পাইকগাছা থানার বারুলিয়া এলাকার মৃত মিকাইল মিস্ত্রির ছেলে এসএম তৌহিদুজ্জামান (২১), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আস্তাকা মানিকপুর এলাকার আঙ্গুর মিয়ার ছেলে নূর মোহাম্মদ (১৮), মিঠাইমাইন থানার সদর উপজেলার মৃত রহমান মিয়ার ছেলে খোকন মিয়া (৫৫) ও ফরিদপুর জেলার ভাঙা থানার জাবেদ আলীর ছেলে জোবায়ের হোসেন (২৪)।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল ভোর তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোফ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে একটি কাটা রাইফেল দুই রাউন্ড গুলিসহ, পাঁচ রাউন্ড গুলিসহ ১টি পিস্তল, ধারালো চাপাতি, ৩৬০ গ্রাম গাজা, চার পিস ইয়াবা, পাঁচটি মোবাইল ও ২১ হাজার টাকাসহ ৬ জনকে গ্রেফতার করে রুপগঞ্জ থানায় সোপর্দ করেন।
যৌথবাহিনীর বরাত দিয়ে ওসি আরো জানান, আসামি ফাহিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপরাধে সঙ্গে জড়িত। আরেকটি বাহিনী রয়েছে। ওই বাহিনী দিয়ে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ধরনের আধিপত্য চালিয়ে আসছে। ফাহিম এবং তার সহযোগী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় দুটি অস্ত্র আইনে দুটি ও একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
পড়ুন- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ


