শীতের নরম রোদ আর গ্রামবাংলার শান্ত দুপুরে আখাউড়ার ছতুরা শরীফে যেন জমে উঠেছিল এক অন্যরকম আবেগ। রাজনীতির ময়দানে নয়, বরং দোয়ার হাত তুলেই নানার পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী দুই নাতি—তারিফ জামিল রহমান ও আকিব জামিল রহমান।
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য মুশফিকুর রহমানের এই দুই নাতি বৃহস্পতিবার কসবা ও আখাউড়া উপজেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া ছিল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।
দুটি দোয়া মাহফিলেই অংশগ্রহণ করে আত্মতৃপ্তির কথা জানান তারিফ ও আকিব। তারা বলেন, আগামী মাসে নানার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে মাঠে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসে থেকেও পরিবার ও রাজনীতির প্রতি এই টান তরুণ প্রজন্মের দায়িত্ববোধেরই প্রতিফলন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান মুশফিকুর রহমান। নির্বাচনী প্রস্তুতির শুরুতেই তাঁর পরিবারের নতুন প্রজন্মের এই উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
পড়ুন- মাদারগঞ্জে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু!
দেখুন- ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি


