বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা পাঁচ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে।
তিনি বলেন, এই নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মত নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আমাদের কোন দল নাই। আমরা সবার জন্য সরকার। সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সকলের চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
আজ শুক্রবার সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি। পরে সেখানে দেশাত্মবোধক কর্নসাট অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
পড়ুন- কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১১জনকে আটক করেছে পুলিশ
দেখুন- সিরাজগঞ্জে ভেজাল গুড় জব্দ, ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা


