তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিরাজগঞ্জে যোগদান উপলক্ষে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান (বাচ্চু)।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), সভাপতি, জেলা আইনজীবী সমিতি, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: কিলন–চিমনি ভেঙে ভাটা বন্ধ, জরিমানা ১১ লাখ


