১৪/০১/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জ্বলছে ইরান: প্রাণহানি বেড়ে ৬২, বিপ্লবী গার্ড বাহিনীর ৮ সদস্য নিহত

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ অর্থনৈতিক সংকট, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং ক্রমবর্ধমান জনঅসন্তোষের প্রেক্ষাপটে সরকারকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল দেখাচ্ছে।

বিজ্ঞাপন

প্রথম দিকে বিক্ষোভের মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। গত বছর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে অর্ধেকে নেমে আসে এবং ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভে সরাসরি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান যুক্ত হয়।

ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

পড়ুন: ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন