মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হওয়ার সময় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মেছোবাঘ (বাঘডাসা) মারা গেছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গাংনী–মেহেরপুর আঞ্চলিক সড়কের চেংগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মেছোবাঘটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মৃত মেছোবাঘটিকে সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন জানান, নিহত মেছোবাঘটি পূর্ণবয়স্ক ছিল। সড়ক পার হওয়ার সময় এটি দুর্ঘটনার শিকার হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি বন্যপ্রাণীর চলাচলের একটি পরিচিত পথ। এ কারণে ওই সড়কে যানবাহন চলাচলের সময় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ও ভূগোল ও পরিবেশবিদ মাসুদ রেজা বলেন, “গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং বন্যপ্রাণী চলাচলের করিডোর চিহ্নিত করে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।”
পড়ুন: শরীয়তপুরে বিএনপি প্রার্থীর পক্ষে আঃলীগ নেতার দৌড়ঝাঁপ, যুবদল নেতার ক্ষোভ
ইম/


