১৩/০১/২০২৬, ১৭:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘সংসার ভাঙতে চাই না, ভুল পথ বেছে নিয়েছিলাম’

কয়েক দিনের ব্যবধানে ব্যক্তিগত জীবন নিয়ে লাইভে কথা বলা ও পরবর্তীতে আত্মহত্যার চেষ্টার ঘটনায় নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী দেবলীনা নন্দী। কেউ তার স্বামী প্রবাহকে সমর্থন করছেন, কেউ আবার পাশে দাঁড়াচ্ছেন দেবলীনার। এই পরিস্থিতির মধ্যেই কিছুটা সুস্থ হয়ে ক্যামেরার সামনে এলেন গায়িকা নিজেই।

বিজ্ঞাপন

একটি ভিডিও বার্তায় গত কয়েকদিন ধরে চলা সব বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ভিডিওর শুরুতেই আত্মহত্যা প্রসঙ্গে দেবলীনা জানান, শ্বশুরবাড়িতে সব অপমান সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বাসা থেকে বের করে দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে সেই চরম সিদ্ধান্ত নেন।

তার ভাষায়, ‘আমি জানি, যে পথ আমি বেছে নিয়েছিলাম তা একেবারেই ঠিক ছিল না। তবে যা কিছু ঘটেছে, সবটাই ভালোবাসার জায়গা থেকেই।”

লাইভে শ্বশুরবাড়ি নিয়ে বলা কথার নানা ভুল ব্যাখ্যা হয়েছে বলেও দাবি করেন দেবলীনা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ডিভোর্স নিয়ে চাপ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।

দেবলীনা স্পষ্ট করে বলেন, “কোথাও আমি বলিনি, আমার স্বামী প্রবাহ খারাপ। বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে কোনও সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা ততটাই কঠিন। প্রবাহকে ভালোবাসি বলেই এতদিন সব সহ্য করেছি। ভালোবাসা না থাকলে সেখানে থাকা সম্ভব হতো না। শুধু বেরিয়ে এসো বললেই সব শেষ হয়ে যায় না।’

স্বামীকে অর্থ বা সম্পদের জন্য বিয়ে করার অভিযোগও নাকচ করেছেন তিনি। দেবলীনার দাবি, তিনি যে গাড়ি ব্যবহার করেন, তা নিজের কষ্টার্জিত অর্থে কেনা—প্রবাহকে চিনবার আগেই সেই গাড়ি কেনা হয়েছিল।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়েও অকপট দেবলীনা। তিনি জানান, প্রবাহ যখন তাকে বেশি গুরুত্ব দিতেন, তখনই শাশুড়ির আপত্তি শুরু হতো। এমনকি এক সময় শ্বশুর-শাশুড়ি দু’জনকে আলাদা হয়ে যাওয়ার কথাও বলেছিলেন। প্রবাহের কাছে মায়ের কথাই ছিল শেষ কথা, ফলে তাদের মধ্যে বারবার অশান্তি তৈরি হতো। তবুও সম্পর্ক বাঁচাতে বারবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

বর্তমানে দেবলীনা মানসিকভাবে অনেকটাই সুস্থ। যদিও চিকিৎসকদের পরামর্শে আপাতত তাকে বিশ্রামেই থাকতে হবে। দেবলীনা নিজের জীবনের জটিলতা, যন্ত্রণা আর ভালবাসার কথা বারবার সকলের সামনে তুলে ধরলেও এখনও পর্যন্ত প্রবাহ বা তার পরিবারের কেউ এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। 

পড়ুন: ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন