১৪/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কয়রায় আইনজীবীদের সঙ্গে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রতিটি নাগরিকের শুধু আইনি দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবার হলরুমে কয়রা উপজেলা আইনজীবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ইসলামী মূল্যবোধের অন্যতম শিক্ষা হলো সকল মানুষের সঙ্গে ন্যায়, ইনসাফ ও সহমর্মিতার ভিত্তিতে আচরণ করা। জামায়াতে ইসলামী সব সময় দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশ ও সমাজ গঠনে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে আইনজীবীরা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। সে সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়েছিল। তাই আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় ও সত্যের প্রশ্নে সবাইকে অবিচল থাকতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন তিনি।

কয়রা আইনজীবী সমিতির সভাপতি শেখ আকবর হোসেনের সভাপতিত্বে এবং খুলনা জেলা ইউনিটবারের সদস্য এডভোকেট আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট মনজুরুল আলম নান্নু, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট জাহানারা খাতুন, এডভোকেট মাহমুদ হোসেন মন্টু, এডভোকেট আরাফাত হোসেন প্রমুখ।

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন এবং কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান।

সভায় উপস্থিত আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ন্যায়ভিত্তিক সমাজ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন- চাঁদাবাজ ও দখলদারদের হাতে ক্ষমতা গেলে নিরাপত্তাহীনতায় পড়বে মানুষ: গোলাম পরওয়ার

দেখুন- শেষ খেলার জন্য প্রস্তুত মহান দেশ ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন