জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান।
শিক্ষাক্ষেত্রে নিরলস অবদান, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা প্রশাসনের নির্ধারিত মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
পড়ুন: কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প
ইম/


