১৪/০১/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযানের অংশ হিসেবে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩৩)। তিনি লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে মামুনকে আটক করার পর তার দেওয়া তথ্যে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষের সিলিং তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি অত্যাধুনিক ইউএসএ ব্র্যান্ডের পিস্তল ও একটি সচল ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের বডিতে ‘MI911 AI U.S ARMY’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় টঙ্গী পূর্ব থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুর ৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন