বাংলাদেশ আর কখনো ৫ আগস্টের আগের হিংসা, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতিতে ফিরে যাবে না—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, তরুণ সমাজ আমাদের নতুন পথ দেখিয়েছে। সেই পথ অনুসরণ করেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রবিবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মোড়লপাড়া ইউনিটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের আপামর মানুষের আস্থার প্রতীক। আজ যে কথা বলার স্বাধীনতা আমরা ভোগ করছি, তা বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, বছরের পর বছর কারাবরণ ও নির্যাতন সহ্য করেছেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার এই আন্দোলনে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন ত্যাগ করতে বাধ্য হয়েছে, অনেক ব্যবসায়ী হারিয়েছেন তাদের সর্বস্ব। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহু পরিবার আজ বিপর্যস্ত। এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নয়, দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে মো: আব্দুল গনি মোড়লের সভাপতিত্বে ও মো: শহিদুল ইসলাম মোড়লের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলমগীর হোসেন।
পড়ুন : খুলনায় সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গীকার বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলের


