আগামী এক-দু’দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন। জামায়াতে ইসলামী সংস্কারের পক্ষে এবং দেশবাসীও সংস্কার চায়। তিনি বলেন, বিচারবিভাগকে পূর্ণ স্বাধীন করতে হবে, তবে একই সঙ্গে জবাবদিহির বিষয়টিও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
এ সময় গণমাধ্যম কোনো দলের মুখপাত্রে পরিণত হবে না—এমন আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
পড়ুন: ওসমান হাদি হত্যা: চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি ১৫ জানুয়ারি
আর/


