১৩/০১/২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বছরের প্রথম এল ক্লাসিকোয় বার্সার রোমাঞ্চকর জয়

স্প্যানিশ সুপার কাপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখলো কাতালানরা। এটি তাদের ১৬তম ঘরোয়া সুপার কাপ জয়। বার্সার জয়ের নায়ক জোড়া গোল করা সেলেসাও তারকা রাফিনিয়া।

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
এদিন ৫ গোলের চারটিই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। এমনকি স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় কাতালানরা।

ম্যাচের ৩৬তম মিনিটে শুরু রাফিনিয়া শো। প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে ব্রাজিলিয়ান এই তারকার দুর্দান্ত গোলে ম্যাচে লিড পায় বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই মাঝমাঠ থেকে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে নাচিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনি।
১-১ সমতায় যখন চলছে অতিরিক্ত সময়ের খেলা, বিরতির ঠিক আগে শুরু হলো পাগলামি। লেভানডোভস্কি চিপ করে বল জালে জড়িয়ে দ্বিতীয়বারের লিড এনে দেন বার্সাকে। কিন্তু উদযাপনের রেশ কাটতে না কাটতেই গঞ্জালো গার্সিয়ার নাটকীয় গোল। ২-২ সমতায় শেষ প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরেই সমতায় ফিরতে মরিয়া রিয়াল। তবে, ৭৩তম মিনিটে ফের রাফিনিয়া ম্যাজিক। শট নেওয়ার সময় একটু ভারসাম্য হারালেও ভাগ্যবিধাতা যেন তখনও বার্সার সাথে। রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে বল খুঁজে পায় জালের ঠিকানা। তখন থেকেই ম্যাচে চালকের আসনে ফ্লিকের শিষ্যরা।

শেষ মুহূর্তেও ছিল চরম নাটকীয়তা। ডি জং লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। সেই সুযোগে ঝড়ের মত রিয়াল একের পর এক আক্রমণ করলেও বার্সেলোনার গোল পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে ছিলেন গার্সিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ রিয়ালের ফরোয়ার্ড বাহিনী।

শেষ পর্যন্ত রিয়ালের হার মানা লড়াই বার্সার ট্রফি আনন্দকে মাটি করতে পারেনি। শেষ বাশি বাজতেই ১৬তম সুপার কাপ জয়ের আনন্দে মাতে কাতালানরা। শিরোপা উৎসব করেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো হারের মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা। পাশাপাশি গতবছরের সুপার কাপের পুনরাবৃত্তিও ঘটালো তারা।

পড়ুন- অ্যাশেজ জিতে মোটা অঙ্কের বোনাস পাচ্ছে অজিরা

দেখুন- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, কোনো দল বিশেষ সুবিধা পাচ্ছে না: শফিকুল আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন