১৩/০১/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) বাদ আসর নেত্রকোনা পৌরসভার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে, জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্‌ আল মামুন খান রনি’র উদ্যোগে এবং ৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিসক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্‌ আল মামুন খান রনি, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জাকির হোসেন, নেত্রকোনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন- নেত্রকোনা পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, যুবদলের সাবেক সদস্য ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শওকত জাহিদ খান সজিব, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আব্দুল হেলিম ও সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজ রকি, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীর ইশতিয়াক আহমেদ মিঠু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। আজকের এই প্রার্থনায় আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

পড়ুন- অসহায় প্রবীণ-এতিমদের পাশে চট্টগ্রামের মানবিক ডিসি

দেখুন- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, কোনো দল বিশেষ সুবিধা পাচ্ছে না: শফিকুল আলম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন