ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনের অভিযোগে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে নর্থ হল কর্তৃপক্ষ। সোমবার (১২ জানুয়ারী) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।
জানা গেছে, উত্তর ছাত্রাবাসের পেছনের নিরিবিলি স্থানে দুই শিক্ষার্থীকে ইয়াবা সেবন করতে দেখতে পান হলের স্টাফরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে নর্থ হলের প্রভোস্টকে জানানো হলে তিনি সেখানে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় তাদের পরিচয়পত্র সংগ্রহ করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, ঘটনাটি সত্য। রাতের বেলায় জায়গাটি তুলনামূলক অন্ধকার থাকে। আমার স্টাফ বিষয়টি নজরে এনে সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি তখন একটি অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকে দ্রুত এসে পরিস্থিতি দেখি। পরে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায় এবং বিষয়টি কলেজ প্রশাসনের ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা তাদের আটক রাখা হয়েছিল। পরে জানা যায়, তাদের পরীক্ষা রয়েছে পরদিন নয়, তার পরদিন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টাফ এবং সহকারী হল সুপারের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে অধ্যক্ষের সঙ্গে কথা বলে করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হয়। আলোচনার পর নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। যেহেতু তাদের পরিচয়পত্র ও বিভাগসংক্রান্ত সব তথ্য আমাদের কাছে রয়েছে, তাই তাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো বিস্তারিতভাবে অবগত নন। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পড়ুন- বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল


