১৩/০১/২০২৬, ২০:২২ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০১/২০২৬, ২০:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে সারা দেশে ৫ লাখ আনসার-ভিডিপি দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তার জন্য ৩ জন অস্ত্রধারীর মধ্যে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।

তিনি আনসার সদস্যদের নির্দেশনা দেন, কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে।

নবীন আনসারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা হৃদয়ে ধারণ করুন। জনগণের কাছে জবাবদিহি করুন, আইনের শাসন রক্ষা করুন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকুন এবং নতুন বাংলাদেশ গঠনে সর্বোচ্চভাবে নিয়োজিত থাকুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পড়ুন: দু-একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন