১৪/০১/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ

ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে এসব লিফলেট বিতরণ করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ও স্থানীয় বর্তমান-সাবেক খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিন, রনি, স্থানীয় সাবেক ফুটবল খেলোড়ার সাজ্জু, সাবেক ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশ ও অপুসহ অন্যান্যরা।

এসম তারা বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠত, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষক নিয়োগ, ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামঅঞ্চলে খেলার মাঠের সুব্যবস্থা, দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক বলেন, ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিএনপি যে ভাবনা তা দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং খেলোয়াড়দের ভবিষ্যৎকে নিরাপদ করার ওপর ভিত্তি করে নির্মিত। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলা শুধু শখ নয় নতুন প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা হবে। ক্রীড়াঙ্গনে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ছেলে ও মেয়েদের সমান সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। সেইজন্য ক্রীড়া উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে যে পরিকল্পনা সেটি সাধারন মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।

পড়ুন- ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

দেখুন- গণভোট নিয়ে যা বলছেন লালমনিরহাটের সাধারণ মানুষ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন