ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নতুন বছরকে বরণ করে নিতে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বাংলাদেশ থেকে আগত ও ইতালিতে বসবাসরত জনপ্রিয় শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াসকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


