আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী রিটানিং কর্মকর্তার নেতৃত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই মহড়াটি উপজেলা বৈলর, কালির বাজার, বালিপাড়া, রামপুর, চেলেরঘাট সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার, ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন। এই মহড়া দেখে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করাই এই মহড়ার মূল লক্ষ্য। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন:”আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
পড়ুন- নারায়ণগঞ্জের দাউদপুর ইউনিয়নে বিএনপির কার্যালয় উদ্বোধন


