ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এই আদেশ দেন। আসামিরা হলেন- মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ।
এ দিন চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল তিন আসামির সাত দিনের রিমান্ড ও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
তিন আসামির রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। শুনানি শেষে তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি জিন্নাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ৭ জানুয়ারি সকালে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম।
পড়ুন : ওসমান হাদি হত্যা: চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি ১৫ জানুয়ারি


