নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মানুষের কাছে মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। রাজনীতির পাশাপাশি ধারাবাহিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের বাড়ি কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে। তার পিতা মরহুম মোস্তফা কামাল মনসুর ছিলেন কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসা, পুনর্বাসন ও অবকাঠামোগত সহায়তা দিয়ে আসছেন। হার্টে ছিদ্র, ক্যান্সার, টিউমারসহ জটিল রোগে আক্রান্ত শিশু ও রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার সরাসরি উদ্যোগে দুই উপজেলায় অন্তত ২৫ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কলমাকান্দা ও দুর্গাপুরের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এসব ক্যাম্পে প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা পেয়েছেন। পাশাপাশি প্রায় এক হাজার চোখের ছানি রোগীর অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা উল্লেখযোগ্য। কলমাকান্দা উপজেলার একাধিক নদীর ওপর বাঁশ ও কাঠের সেতু নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের চলাচল সহজ করা হয়েছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও নদীপথেও একই ধরনের সেতু নির্মাণ করে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করা হয়েছে।
দুর্যোগকালীন সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সংস্কার, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ- সব মিলিয়ে মানবিক কাজের বিস্তৃত ক্ষেত্র তৈরি করেছেন তিনি। আদিবাসী জনগোষ্ঠীর জন্য শিক্ষামূলক উদ্যোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও শ্মশানঘাট নির্মাণেও রয়েছে তার অবদান।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার মাধ্যম। মানুষের কষ্ট লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে মানুষের পাশে থাকতে চাই।
এলাকাবাসীর মতে, দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকার মানসিকতাই ব্যারিস্টার কায়সার কামালকে একজন জনপ্রিয় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পড়ুন- দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ স্কুল ছাত্র নিহত আহত ৪
দেখুন- নির্বাচনে আনসার-ভিডিপিসহ স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন |


