১৩/০১/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত নেতার বিরুদ্ধে ইসিবি চত্বরে জমি দখলের অভিযোগ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় বাণিজ্যিক প্রজেক্টে মব সৃষ্টি করে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ২ জামাত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্যান্টনমেন্ট থানার দুই নেতা মোঃ আবুল কাশেম ও জহির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে আবুল কাশেম ও জহির উদ্দীনের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন লোক মানিকদী এলাকায় অবস্থিত ওই প্রজেক্টে প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগ অনুযায়ী, তারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে স্থাপনায় ভাঙচুর, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে।

ঘটনাস্থলে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযুক্ত দুই জামায়াত নেতা তাদের দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভুগি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মানিকদী আবাসিক এলাকায় ওই জমি ও প্রজেক্ট ঘিরে ভুক্তভোগী ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। সোমবার ব্যবসায়ী অনুপস্থিত থাকার সুযোগে পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালানো হয়।

সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, তার ভাই ২০২১ সাল থেকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাতে নির্যাতনের শিকার হন। তাদেরকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক নাশকতার মামলা ও বিএনপির অর্থদাতা সংক্রান্ত মামলায় জড়ানো হয়। এসব মামলায় তাদেরকে কয়েক দফা কারাভোগও করতে হয়েছে।

তিনি জানান, আওয়ামী লীগ আমলের সময় যা ঘটেছে এখন ৫ আগস্টের পর তাই ঘটছে। দুই জামায়াত নেতা অত্যাচার নির্যাতনের এখন আমরা দিশেহারা। আমাদের জমি ও পাওনা বুঝিয়ে না দিয়ে তারা জবরদখল করার চেষ্টা করছে। এই নির্যাতনের বিষয়ে তিনি জামায়াতের আমির ও মহানগর উত্তর জামায়াতের সভাপতি সেলিম খানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর আবুল কাশেম ও জহির উদ্দীন আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দু-একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন