১৩/০১/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেট্রোরেলের কার্ড রিচার্জ এখন অ্যাপেই, কীভাবে রিচার্জ করবেন?

মেট্রোরেল যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চালু হলো বহুল প্রতীক্ষিত মোবাইল অ্যাপ সেবা। এখন থেকে স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই ‘র‍্যাপিড পাস’ রিচার্জ করা যাবে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ মিলনায়তনে এই আধুনিক সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

এই অ্যাপের মাধ্যমে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

ঘরে বসে অনলাইনে রিচার্জ করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ডাউনলোড ও সাইন-আপ: গুগল প্লে স্টোর থেকে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ বা নিবন্ধন করতে হবে। যারা আগে র‍্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধন করেছিলেন, তারা সেই একই লগইন তথ্য দিয়ে অ্যাপে ঢুকতে পারবেন।
কার্ড যুক্তকরণ: অ্যাপে লগইন করার পর আপনার কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। প্রয়োজনে নতুন র‍্যাপিড পাস বা এমআরটি কার্ড যুক্ত করা যাবে।
পেমেন্ট অপশন: বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।
রিচার্জ সীমা: অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

অনলাইনে টাকা পেমেন্ট করলেই কার্ডে টাকা যুক্ত হয়ে যাবে না। পেমেন্ট সম্পন্ন করার পর কার্ডের ব্যালেন্স কার্যকর করতে স্টেশনের ‘অ্যাড ভ্যালু মেশিন’ (AVM)-এ কার্ডটি একবার ট্যাপ করতে হবে। সফল রিচার্জের পর আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ মেসেজ আসবে।

অন্যান্য সুবিধা ও শর্তাবলি:
ব্যালেন্স চেক: এনএফসি (NFC) সুবিধা থাকলে স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিক কার্ডের ব্যালেন্স চেক করা যাবে।
ইতিহাস: অ্যাপের মাধ্যমে রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা যাবে।
রিচার্জ বাতিল: পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে (সেক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ প্রযোজ্য)।

একটি কার্ডে একবারে মাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে।

ডিটিসিএ-র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকেই গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভয়াবহ বায়দূষণ: দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন