ভোলার হত দরিদ্র মানুষের মাঝে ‘করিম-বানু’ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
মানবতার পাশে-মানুষের কল্যাণে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৩ জানুয়ারি সোমবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক, দেশকাল জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণ জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকবৃন্দ।
বক্তারা ভোলার দৌলতখান উপজেলার সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম-হাসান বানুর নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। আগামী দিনেও এভাবে হত দরিদ্রদের পাশে থাকার প্রত্যাশাবদ্ধ করেন।
পড়ুন- দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দেখুন- চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক প্রতিরোধক টিকা


