নেত্রকোনায় ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নে নিশ্চিতপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মো. আব্দুল কুদ্দুস (৫২)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে মো. আব্দুল কুদ্দুসকে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে মদনপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র তত্ত্বাবধানে আব্দুল কুদ্দুসকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পড়ুন- শরীয়তপুরে আলোচিত শিশু নিবির হত্যায় দুই জনের ফাঁসির রায়


