১৩/০১/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যাক্তি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এর সভাপতিত্বে, সহাকরি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সো. ওয়াহিদুজ্জামান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেল এর এএসপি, দুর্গাপুর থানার ওসিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণসহ নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দিতা করবেন এমন প্রার্থীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, কেউ যদি অতীতের মতো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগের রাতেই ভোটের প্রস্ততি শেষ করার মতো পরিস্থিতি তৈরি হবে না, ব্যালটের গোপনীয়তা সম্পুর্ণ রক্ষা করা হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে। আসন্ন নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন।

আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে এলাকা সুন্দর থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষ সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত করে। কেউই আচরণ বিধি লঙ্ঘন করবেন না। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে সকলকে আহবান জানান তিনি।

পড়ুন- দিনাজপুরে আইনী সহায়তা পেতে এক নব মুসলিম দম্পতির আর্তনাদ

দেখুন- এমন সংসদ গঠন করা হবে যেখানে কোনো নৃত্য-গান হবে না: সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন