বাংলাদেশে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রতিবারের মতো এবারও সোনালী ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পাবে ফুটবল প্রেমিরা। ট্রফি দেখতে বাংলাদেশসহ কোনো দেশ বা দলের পতাকা বহন করতে পারবে না ভক্তরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ট্রফি যারা দেখতে যাবেন, তারা ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহন করা যাবে না। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপের ট্রফিবাহী বিমান। এবার হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। সন্ধ্যায় ৬টায় আবারও নতুন গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেবে ট্রফিটি।
ট্রফির সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে একটি ক্যামপেইন চালু করেছিল কোকা-কোলা। আর এই ক্যামপেইনে বিজয়ীদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে।
ট্রফির কাছে যাওয়ার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের ট্রফি শুধু বিশ্বকাপজয়ী, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই স্পর্শ করতে পারেন।
আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিনটি আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।
৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।
পড়ুন: বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, ছবি তোলা যাবে কি?
দেখুন: এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ
ইম/


