চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর নির্যাতনে নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে এই জানাযা অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের শত শত নেতা কমী অংশ নেন। এ ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
জানাযায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খাঁন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক তারিক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নিহত বিএনপি নেতা ডাবলুর বড় ভাই কাজল বক্তব্য রাখেন।
নিহত ডাবলুর মা ও ছোট ভাই লন্ডন প্রবাসী। তারা আজ বুধবার রাতে দেশে ফিরবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল দশটায় মরদেহ দাফন করা হবে।
এদিকে এ ঘটনায় নিহত ডাবলুর বড় কাজল বাদী হয়ে জীবননগর থানায় অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গত সোমবার (১২ জানুয়ারি) রাত দশটার দিকে জীবননগরে নিজ ফার্মেসীতে সেনা সদস্যদের মারধরের শিকার হযে মারা যান জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান ডাবলু।
পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি
দেখুন: এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ
ইম/


