তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, সাবেক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে নওগাঁ শহরের ৮নং ওয়ার্ড খিদিরপুর এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে এবং নওগাঁ পৌর যুবদলের যুগ্ম- আহ্বায়ক শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।


