গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায় , আজ রাত সাড়ে নয়টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি বেশ কিছু হলে আসিফ সরকার পলাতক ছিলেন। গোপন সংবাদে জানতে পাই তিনি তার শহরের বাসায় আছেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত লীগের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন


