কুষ্টিয়া জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নবগঠিত জেলা কমিটির নেতৃত্বকে উপেক্ষা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহব্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ সত্যতা নিশ্চিত করেছেন। কমিটির মুখ্য পাত্র ফাবিহা ইবনাত স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়,গত বছরের ২৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও গঠিত হয়। এ কমিটিই বর্তমানে সংগঠনের বৈধ ও কার্যকর জেলা কমিটি হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটির কোনো দায়িত্বশীল বা প্রতিনিধিকে সরকারি সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়নি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১১ জানুয়ারি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক কমিটির দায়িত্বশীলদের আমন্ত্রণ জানানো হলেও নবগঠিত জেলা কমিটির কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে সরাসরি প্রশ্ন করা হলে তিনি অসৌজন্যমূলক ও পক্ষপাতদুষ্ট আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। নতুন কমিটি গঠিত হওয়ার পর তালিকা আমাদের না জানালে বুঝবো কি করে।
তিনি বলেন, জেলা প্রশাসনের কাছে সবাই সমান। পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই। আগামী মিটিং থেকে নতুন কমিটির প্রতিনিধিদের জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
পড়ুন: নাজমুলকে অব্যাহতি: খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করবে বিসিবি
আর/


