মধ্যপ্রাচ্য বা ইউরোপে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগমূলক কৌশলের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে নজরদারি সরিয়েছিল ওয়াশিংটন। তবে, ইরানে চলমান বিক্ষোভ আর যুক্তরাষ্ট্র-ইরান নতুন করে উত্তেজনার মধ্যে দেশদুটির সংঘাতে জড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
এরই ধারাবাহিকতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক নিউজ নেশন। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আবারও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবর মাসে ট্রাম্প ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী গ্রুপকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় বর্তমানে সম্ভাব্য কোনো ইরানবিরোধী হামলায় অংশ নেয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ নেই।
অতীতে তেহরানের সঙ্গে উত্তেজনার সময় এমন রণতরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রতিবেদনে এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ছয়টি।
সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

