সেনা হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মায়দানে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল বুধবার বেলা ১১টায় শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়৷
পরে তার ছোট ভাই ফ্রান্স প্রবাসী আব্দুল্লা আল মামুনের দেখানোর জন্য লাশ হিমাগার অ্যাম্বুলেন্সে ডাবলুর বাড়ির সামনে জীবননগর আশতলাপাড়ায় রাখা হয়।
দ্বিতীয় জানাজায় ডাবলুর বড় ভাই উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, ছোট ভাই আব্দুল্লা আল মামুনসহ আত্মীয়-স্বজন, নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিকুল ইসলাম কাজল বলেন, গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমারা যেন বিচার দেখে যেতে পারি।
পড়ুন: নাজমুলকে অব্যাহতি: খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করবে বিসিবি
আর/


