রাঙামাটির নানিয়ারচরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার বগাছড়ি আমতলা এলাকায় রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলার সরকারি নিবন্ধিত যুব ক্লাব অ্যাসোসিয়েশনেরর দপ্তর সম্পাদক সাগর দেওয়ান। এর আগে ক্লাবটি নানিয়ারচর ইউনিয়নের বগাছড়ি আমতলা, তৈ-চাকমা দোষর পাড়া, রাঙ্গীপাড়া, বেঙমারাখোলা, রেগাছড়াসহ ৭টি এলাকার দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দেয়।
রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাবের সভাপতি রনা বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক ইমন চাকমা বলেন, রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাব সকল শ্রেণির মানুষের সঙ্গে কাজ করে আগ্রহী। আমরা সংগঠনটি প্রতিষ্ঠাতা করার পর থেকেই এলাকার সামাজিক উন্নয়ন পরিবর্তনসহ গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি।
পড়ুন- রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
দেখুন- হাকিমপুরে এসিল্যান্ডের কর্মকাণ্ড ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া


