ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে অষ্টম দিনের আপিল শুনানির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এ শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির শেষ দিন।
এর আগে শুক্রবার কমিশনে নিষ্পত্তিকৃত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল নামঞ্জুর করা হয়। এদিন ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পড়ুন: বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তন হতে পারে: ইসি মাছউদ
আর/


